00:00

Genaral Knowledge

MCQ Practice Test - 17 Questions

00:00
Tip: Answer all questions and submit to see your score with detailed analysis.
1
Question

”সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?

📝 Explanation: গান "সব কটা জানালা খুলে দাও না" এর গীতিকার ছিলেন মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল। তিনি একজন প্রতিভাবান গীতিকার ও সাহিত্যিক, যাঁর লেখা গানগুলি অনেক জনপ্রিয় হয়েছে।
2
Question

বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত?

📝 Explanation: ২০২৫ সালের তথ্য অনুযায়ী, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ এবং জনসংখ্যা অনেক বেশি হওয়ায় এটি বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে থাকে।
3
Question

The invention of computer has turned over a new leaf in the history of modern technology. -Which of the following is nearest in meaning of the italicized idiom above?

4
Question

শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

5
Question

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

6
Question

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?

📝 Explanation: বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা সবচেয়ে প্রথম আগমন করেছিলেন। তারা ১৬শ শতকের প্রথম দিকে বঙ্গ অঞ্চলে এসে বাণিজ্য শুরু করেন। পর্তুগিজদের পরে ইংরেজ, ফরাসি, ওলন্দাজরা এসেছিলেন।
7
Question

বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?

📝 Explanation: বাংলাদেশের সংবিধানের ১২তম সংশোধনী (১৯৯১ সালে) মাধ্যমে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা বিলুপ্ত করে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। এই সংশোধনীর ফলে প্রধানমন্ত্রী সরকারপ্রধান হন এবং রাষ্ট্রপতি মূলত আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
8
Question

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

📝 Explanation: কামরুল হাসান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় পতাকার মূল ডিজাইন করেছেন। তিনি মেহেরপুরের একজন কৃতি শিল্পী ও মুক্তিযোদ্ধা। জাতীয় পতাকায় সবুজ পটভূমিতে একটি লাল বৃত্ত ছিল, যা মুক্তিযুদ্ধের প্রতীক।
9
Question

চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?

10
Question

নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

11
Question

ইউরিয়া সারের কাঁচামাল-

12
Question

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-

13
Question

চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য-

14
Question

What is the meaning of the word ‘intrepid’?

15
Question

কর্কটক্রান্তি রেখা-

📝 Explanation: কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি ভৌগোলিক রেখা। এটি বাংলাদেশের মধ্য দিয়ে যায় না; বরং বাংলাদেশ থেকে অনেক দূরে উত্তরে অবস্থান করে। বাংলাদেশের অবস্থান কর্কটক্রান্তির একটু নিচে, অর্থাৎ অক্ষাংশ প্রায় ২০° থেকে ২৬° উত্তর। কর্কটক্রান্তি রেখার অক্ষাংশ প্রায় ২৩.৫° উত্তর।
16
Question

আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল) কারখানায় উৎপাদিত সারের নাম কি?

📝 Explanation: আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল) প্রধানত ইউরিয়া সার উৎপাদন করে। ইউরিয়া সার হলো নাইট্রোজেন সমৃদ্ধ সারের একটি গুরুত্বপূর্ণ প্রকার, যা কৃষিতে ব্যাপকভাবে ব্যবহার হয়। অন্যান্য সার যেমন অ্যামোনিয়া, সুপার ফসফেট, টিএসপি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি উৎপাদন করে, তবে এএফসিসিএল-এর প্রধান পণ্য ইউরিয়া।
17
Question

T. S Eliot was born in-

Back to Subjects