চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
📝 Explanation:
শব্দ তরঙ্গগুলো বায়ুর মতো মাধ্যমের সাহায্যে প্রচারিত হয়।
চাঁদে বায়ুমন্ডল নেই, তাই শব্দ তরঙ্গ প্রবাহিত হতে পারে না এবং সেখানে শব্দ শোনা যায় না।
অন্য কারণগুলো (জীবনের অভাব, পানি না থাকা, মধ্যাকর্ষণ কম থাকা) শব্দের গতি বা শোনার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।