00:00

International Affairs

MCQ Practice Test - 20 Questions

00:00
Tip: Answer all questions and submit to see your score with detailed analysis.
1
Question

Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?

📝 Explanation: রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় ১৯০৩ সালে আমেরিকার চিকা‌গো শহরে। এটি একটি বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজসেবা ও মানবকল্যাণের কাজ করে থাকে।
2
Question

১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

3
Question

Asia pacific Economic co- operation (APEC) ফোরামের নভেম্বরে, ১৯৯৩- এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?

📝 Explanation: ১৯৯৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেননি। অন্যান্য প্রধান দেশগুলোর সরকার প্রধান ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।
4
Question

মিয়ানমারে ১৯৯০ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?

5
Question

বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?

6
Question

বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?

📝 Explanation: বার্লিনের দেয়াল ১৯৬১ সালে নির্মিত হয়েছিল। এটি পূর্ব ও পশ্চিম বার্লিনকে আলাদা করার জন্য কমিউনিস্ট পূর্ব জার্মান সরকার কর্তৃক নির্মিত হয়। দেয়ালটি ১৯৮৯ সালে ভেঙে ফেলা হয়।
7
Question

প্রতি বছর অক্টোবর মাসের কোনদিন বিশ্ব পরিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?

8
Question

আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি-

9
Question

‘জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?

10
Question

বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?

11
Question

আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?

📝 Explanation: আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে, কিন্তু এর কার্যক্রম ১৯৪৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। IMF এর প্রধান লক্ষ্য হলো বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক সমস্যা সমাধান করা।
12
Question

১৯৯৪ এর নববর্ষের ‍দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমন করে?

📝 Explanation: ১৯৯৪ সালের নববর্ষের দিনে কাবুল শহর আক্রমণ করে গুলবুদ্দীন হেকমতিয়ার নেতৃত্বাধীন বাহিনী। এই আক্রমণ আফগানিস্তানের গৃহযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল।
13
Question

বি-৫২ কী?

📝 Explanation: বি-৫২ (B-52) হলো একটি দীর্ঘ দূরত্বের, বড় ক্ষমতাসম্পন্ন বোমারু বিমান যা মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনা ব্যবহার করে। এটি দীর্ঘদিন ধরে বিশ্বে এক অন্যতম প্রধান স্ট্রাটেজিক বোমারু বিমান হিসেবে পরিচিত। অন্য বিকল্পগুলো যেমন যাত্রীবাহী বিমান, হেলিকপ্টার বা ক্ষেপণাস্ত্র নয়।
14
Question

রুয়ান্ডায় প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?

📝 Explanation: রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট (Rwandan Patriotic Front) সরকার ২৭ জুলাই, ১৯৯৪ তারিখে শপথ গ্রহণ করে। এটি রুয়ান্ডার গণহত্যার পর গঠিত একটি নতুন সরকার ছিল।
15
Question

কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

16
Question

সাম্প্রতিক উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?

17
Question

জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?

18
Question

আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?

19
Question

প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

20
Question

গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?

Back to Subjects