রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
📝 Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটকটি উৎসর্গ করেন নজরুল ইসলাম কে।
কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ)
– ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর অন্যান্য উৎসর্গকৃত কাব্য:
– ভানুসিংহ ঠাকুরের পদাবলী – কাদম্বরী দেবী
– কড়ি ও কোমল – সত্যেন্দ্রনাথ ঠাকুর
– মানসী – মৃণালিনী দেবী ( ‘উপহার’ কবিতায় ইঙ্গিত আছে)
– সোনার তরী – কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন
– কথা ও কাহিনী – জগদীশচন্দ্র বসু
– . স্মরণ – মৃণালিনী দেবী
– পরিশেষ – অতুলপ্রসাদ সেন
– খাপছাড়া – রাজশেখর বসু
– আকাশ প্রদীপ – সুধীন্দ্রনাথ দত্ত
পূরবী – আর্জেন্টাইন মহিলা ভিক্টোরিইয়া ওকাম্পো প্রভৃতি।
– বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি উৎসর্গ করেন সৌদামিনী দেবী
– ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।