00:00

Bangla

MCQ Practice Test - 20 Questions

00:00
Tip: Answer all questions and submit to see your score with detailed analysis.
1
Question

মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-

2
Question

কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

3
Question

‘রাবনের চিতা’ বাগধারাটির অর্থ কি?

4
Question

কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

5
Question

কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?

6
Question

‘বঙ্গদর্শন ‘ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

7
Question

যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-

📝 Explanation: উচ্চারণে দ্রুততা ও সবলতা স্বরবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য। প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত যেমন এ ছন্দের দ্রুততার প্রধান কারণ, তেমনি শ্বাসাঘাতের শক্তিই একে করে তুলেছে সবল ও প্রাণবান। – আবার স্বরবৃত্ত ছন্দের প্রধান পর্ব যেহেতু চার মাত্রার এবং তার পরেই থাকে একটি ক্ষুদ্র পর্ব, সেজন্যও এ ছন্দ দ্রুত উচ্চারিত হয়। – স্বরবৃত্ত ছন্দের পর্বের এ স্থিতিস্থাপক গুণ বাংলা কাব্যে বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়েছে। – দ্রুততা ও প্রবল শ্বাসাঘাতের জন্যই স্বরবৃত্ত ছন্দ অধিকতর প্রাণবন্ত এবং কথ্যভাষার উপযোগী হয়ে উঠেছে। অর্থাৎ, শ্বাসাঘাতপ্রধান ছন্দ হলো স্বরবৃত্ত ছন্দ। সোর্স: বাংলাপিডিয়া।
8
Question

রোহিনী কোন উপন্যাসের নায়িকা?

9
Question

কবি জসিম ঊদ্দীনের জীবনকাল কোনটি?

10
Question

কোনটি তদ্ভব শব্দ?

11
Question

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?

📝 Explanation: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটকটি উৎসর্গ করেন নজরুল ইসলাম কে। কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) – ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর অন্যান্য উৎসর্গকৃত কাব্য: – ভানুসিংহ ঠাকুরের পদাবলী – কাদম্বরী দেবী – কড়ি ও কোমল – সত্যেন্দ্রনাথ ঠাকুর – মানসী – মৃণালিনী দেবী ( ‘উপহার’ কবিতায় ইঙ্গিত আছে) – সোনার তরী – কবি-ভ্রাতা দেবেন্দ্রনাথ সেন – কথা ও কাহিনী – জগদীশচন্দ্র বসু – . স্মরণ – মৃণালিনী দেবী – পরিশেষ – অতুলপ্রসাদ সেন – খাপছাড়া – রাজশেখর বসু – আকাশ প্রদীপ – সুধীন্দ্রনাথ দত্ত পূরবী – আর্জেন্টাইন মহিলা ভিক্টোরিইয়া ওকাম্পো প্রভৃতি। – বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি উৎসর্গ করেন সৌদামিনী দেবী – ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
12
Question

‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।’ এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-

13
Question

সমাস ভাষাকে –

14
Question

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-

15
Question

‘অর্ধচন্দ্র’ এর অর্থ –

16
Question

কোন প্রবচনটি ’হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?

17
Question

যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?

18
Question

‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন _____ ।

19
Question

‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

20
Question

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

Back to Subjects