00:00

Science

MCQ Practice Test - 20 Questions

00:00
Tip: Answer all questions and submit to see your score with detailed analysis.
1
Question

কোনটি চৌম্বক পদার্থ?

2
Question

রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

3
Question

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

4
Question

মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?

5
Question

‘নিত্য ব্যবহার্য বহু’ এরোসোলের’ কৌটায় এখন লেখা থাকে ‘সিএফসি’ বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?

6
Question

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়-

7
Question

সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে-

8
Question

রঙ্গিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

📝 Explanation: রঙ্গিন টেলিভিশন (Color TV) থেকে সাধারণত মৃদু রঞ্জন রশ্মি (Visible Light and Low-level Radiation) নির্গত হয়। যদিও এই রশ্মি ক্ষতিকর নয়, দীর্ঘ সময় অতিরিক্ত দেখলে চোখে কষ্ট হতে পারে। গামা রশ্মি, বিটা রশ্মি এবং কসমিক রশ্মি প্রাকৃতিক বা উচ্চ শক্তির রশ্মি, যা টেলিভিশন থেকে বের হয় না।
9
Question

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-

10
Question

কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?

11
Question

চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

📝 Explanation: শব্দ তরঙ্গগুলো বায়ুর মতো মাধ্যমের সাহায্যে প্রচারিত হয়। চাঁদে বায়ুমন্ডল নেই, তাই শব্দ তরঙ্গ প্রবাহিত হতে পারে না এবং সেখানে শব্দ শোনা যায় না। অন্য কারণগুলো (জীবনের অভাব, পানি না থাকা, মধ্যাকর্ষণ কম থাকা) শব্দের গতি বা শোনার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
12
Question

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-

13
Question

”গ্রীন হাউজ ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

14
Question

আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-

📝 Explanation: আদ্রতা (Humidity) বলতে বোঝায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যা বাতাসের সর্বোচ্চ ধারণক্ষমতার শতকরা কত ভাগ তা পূরণ করেছে। ৯০% আদ্রতা মানে বাতাস বর্তমানে তার ধারণক্ষমতার ৯০% জলীয় বাষ্প ধারণ করছে, অর্থাৎ বাতাস প্রায় সম্পৃক্ত অবস্থায় আছে। এটা সরাসরি বৃষ্টিপাতের সম্ভাবনা নয়, বরং বাতাসের ভেজা হওয়ার মাত্রা বোঝায়।
15
Question

মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে-

16
Question

উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ পর্বত চূড়ায়-

17
Question

কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়-

18
Question

প্রবল জোয়ারের কারণ, এ সময়-

19
Question

কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ-

20
Question

মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?

Back to Subjects