00:00

Bangla

MCQ Practice Test - 20 Questions

00:00
Tip: Answer all questions and submit to see your score with detailed analysis.
1
Question

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

2
Question

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

📝 Explanation: গুরুচণ্ডালী দোষ হলো বাংলা ব্যাকরণে একটি শব্দগত ত্রুটি, যেখানে উচ্চ বা সম্মানজনক শব্দের সঙ্গে নিচু বা অশ্রাব্য শব্দ যুক্ত হয়ে অপমান বা অসমতা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ: শব (সংস্কৃত, উচ্চ ভাষা) পোড়া / মড়া (লোকভাষা, নিচু স্তরের শব্দ) এগুলো একসাথে বসলে গুরুচণ্ডালী দোষ হয়। অপশনগুলো বিশ্লেষণ: ক) শবপোড়া → গুরুচণ্ডালী দোষ খ) মড়াদাহ → গুরুচণ্ডালী দোষ ঘ) শবমড়া → গুরুচণ্ডালী দোষ গ) শবদাহ → দুটোই তৎসম/সংস্কৃত শব্দ, তাই গুরুচণ্ডালী দোষ নেই। সুতরাং গুরুচণ্ডালী দোষমুক্ত সঠিক উত্তর হলো:শবদাহ
3
Question

‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?

📝 Explanation: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি, সাংবাদিক। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাকুলিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত ‘পদ্মিনী উপাখ্যান’ থেকে উল্লিখিত উক্তিটি নেওয়া হয়েছে। – পদ্মিনী উপাখ্যানে তাঁর এই উক্তি পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের বীজমন্ত্র হিসেবে কাজ করেছে। – গ্রন্থটি ১৮৫৮ সালে প্রকাশিত হয়। – এই কাব্যের কাহিনি আহরণ করা হয় টডের রাজস্থান-কাহিনি নামক গ্রন্থ থেকে তাঁর অন্যান্য গ্রন্থ: – শূরসুন্দরী, – কর্মদেবী, – কাঞ্চীকাবেরী । [উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ ও বাংলাপিডিয়া]
4
Question

যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?

5
Question

‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

6
Question

শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-

📝 Explanation: বিদ্বান বানান কেবল গ অপশনেই সঠিক। তাছাড়া, সঠিক বানান সম্বলিত শব্দ হলো – দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা। সূত্র: বাংলা একাডেমি অভিধান।
7
Question

যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-

📝 Explanation: উচ্চারণে দ্রুততা ও সবলতা স্বরবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য। প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত যেমন এ ছন্দের দ্রুততার প্রধান কারণ, তেমনি শ্বাসাঘাতের শক্তিই একে করে তুলেছে সবল ও প্রাণবান। – আবার স্বরবৃত্ত ছন্দের প্রধান পর্ব যেহেতু চার মাত্রার এবং তার পরেই থাকে একটি ক্ষুদ্র পর্ব, সেজন্যও এ ছন্দ দ্রুত উচ্চারিত হয়। – স্বরবৃত্ত ছন্দের পর্বের এ স্থিতিস্থাপক গুণ বাংলা কাব্যে বিভিন্ন সময়ে পরিলক্ষিত হয়েছে। – দ্রুততা ও প্রবল শ্বাসাঘাতের জন্যই স্বরবৃত্ত ছন্দ অধিকতর প্রাণবন্ত এবং কথ্যভাষার উপযোগী হয়ে উঠেছে। অর্থাৎ, শ্বাসাঘাতপ্রধান ছন্দ হলো স্বরবৃত্ত ছন্দ। সোর্স: বাংলাপিডিয়া।
8
Question

‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত-

9
Question

‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে—

📝 Explanation: ‘আনারস’ এবং ‘চাবি’—এই দুইটি শব্দ বাংলা ভাষায় এসেছে পর্তুগিজ ভাষা থেকে। ‘আনারস’ এসেছে পর্তুগিজ শব্দ ananás থেকে, ‘চাবি’ এসেছে পর্তুগিজ শব্দ chave (চাভি) থেকে, যার অর্থ চাবি। এগুলো পর্তুগিজ উপনিবেশিক শাসনের সময় বাংলা ভাষায় ঢুকে পড়ে। সুতরাং সঠিক উত্তর: পর্তুগিজ ভাষা থেকে
10
Question

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-

📝 Explanation: ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগারে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। এটি বাংলা ভাষার প্রাচীনতম কাব্য সংকলন, যেখানে ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত ৫০টি বৌদ্ধ সহজিয়া সাধকদের পদ রয়েছে।
11
Question

‘অপমান’ শব্দের ‘ অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

📝 Explanation: যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে। ‘পরিচালক’ শব্দের ‘পরি অংশ একটি উপসর্গ। – নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। অপমান শব্দটির ‘অপ’ উপসর্গটি তৎসম উপসর্গের উদাহরণ- অপ: বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। বিকৃত অর্থে = অপমৃত্যু। উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)
12
Question

মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য-

13
Question

‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।’ এ অংশটুকুর মূল প্রতিপাদ্য-

14
Question

‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’- প্রভৃতি গ্রন্থের রচয়িতা-

📝 Explanation: এস. ওয়াজেদ আলী ছিলেন একজন প্রখ্যাত প্রাবন্ধিক ও সাহিত্যিক। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে "মানবজীবন", "মহৎজীবন", এবং "উন্নতজীবন" বিশেষভাবে পরিচিত।
15
Question

‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থের রচয়িতা-

16
Question

‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন _____ ।

17
Question

কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?

📝 Explanation: ফারসি উপসর্গের প্রয়োগ- ১) কার (কাজ)- কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। ২) দর (মধ্যস্থ, অধীন)- দরপত্তনী, দরপাট্টা, দরদালান। ৩) না- নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক। ৪) নিম (আধা) নিমরাজি, নিমখুন। ৫) ফি (প্রতি)- ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস। ৬) বদ (মন্দ)- বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম। ৭) বে (না)- বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার। ৮) বর (বাইরে, মধ্যে)- বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। ৯) ব (সহিত)- বমাল, বনাম, বকলম। ১০) কম (স্বল্প)- কমজোর, কমবখত। উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।
18
Question

‘হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব’ বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর-

📝 Explanation: সরল বাক্য হলো এমন বাক্য যেখানে একটি স্বাধীন প্রস্তাবনা (subject + predicate) থাকে এবং একটিমাত্র পূর্ণ চিন্তা প্রকাশ করে। “হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব” বাক্যে subject = হজরত মুহম্মদ (স) এবং predicate = ছিলেন একজন আদর্শ মানব, তাই এটি সরল বাক্য। জটিল বা যৌগিক বাক্যে একাধিক প্রস্তাবনা বা clause থাকে।
19
Question

‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ – চরণ দুটি কার লেখা?

📝 Explanation: সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন – কাজী নজরুল ইসলাম সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন। এ প্রাণ প্রভাতি-তারার প্রায় ফুটুক উদয়-গগন-গায়, দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥ সকল বিরস হৃদয় মন সরস করো হে, আশায় সূর্যে মৃত্যু-গহন বিষাদ হরো হে! কাঁটার ঊর্ধ্বে ফোটাও ফুল, ভোলাও পথের দুঃখ ভুল, এ বিশ্ব হোক পূজা-দেউল পবিত্র-মোহন॥ উল্লেখ্য, কবিতাটি ‘চন্দ্রবিন্দু’ কাব্যের অন্তর্গত
20
Question

‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

📝 Explanation: ‘অব’ উপসর্গটি ‘অবমূল্যায়ন’ শব্দে হীনতা অর্থে এবং ‘অবদান’ শব্দে উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ, পৃষ্ঠা নংঃ ২৭৮
Back to Subjects